Home | দেশ-বিদেশের সংবাদ | সড়কের মানে সন্তুষ্ট নন ওবায়দুল কাদের

সড়কের মানে সন্তুষ্ট নন ওবায়দুল কাদের

(ফাইল ছবি)

(ফাইল ছবি)

নিউজ ডেক্স : ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা শুরুর আগে সড়ক-মহাসড়কের অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি নিজেই সড়কের মানে সন্তুষ্ট নন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেয়া দীর্ঘ এক লেখনিতে এই কথা বলেন মন্ত্রী। তবে সড়কের মান এখন আগের চেয়ে ভালো, এটাও উল্লেখ করেন তিনি। নানা প্রকল্পের কথা তুলে ধরে দাবি করেন, সড়কের মান উন্নতির কাজও শুরু হয়েছে।

এই লেখনিতে সড়ক যোগাযোগের উন্নয়নে সরকারের নেয়া নানা প্রকল্প এবং উন্নয়ন কাজগুলোর অগ্রগতি নিয়ে বর্ণনা দেন কাদের।

সড়ক সংস্কারের মান নিয়ে জনমনে প্রশ্নের বিষয়টি জানান মন্ত্রী। জানান, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছে।

ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কী উদ্যোগ নেয়া হয়েছে, সেটিও তুলে ধরেন মন্ত্রী। আশা  করেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে।

ঈদের বাড়ি ফেরার চাপ শুরুর আগেই সারাদেশের সড়ক মহাসড়কের জরুরি মেরামতকাজ ৮ জুনের মধ্যে শেষ করার নির্দেশনার কথা আবারও তুলে ধরেন মন্ত্রী।

কাদের বলেন, ‘মহাসড়কসমূহ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অধিকতর ভালো। তবে মন্ত্রী হিসেবে বলব, দেশের সর্বত্র যে চিত্র তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’

ভাঙাচোরা সড়কের জন্য বরাদ্দের অপ্রতুলতাকেও দায়ী করেন মন্ত্রী। বলেন, ‘সড়ক সংস্কারের চাহিদার বিপরীতে যে বরাদ্দ পাওয়া যায় তা দিয়ে অগ্রাধিকার নির্ধারণ করে প্রায় ২১ হাজার কিলোমিটার জাতীয়, আঞ্চলিক এবং জেলা সড়কের মেরামত ও সংস্কার কাজ করতে হয়। এতে কিছু কিছু সড়ক কাভারেজের বাইরে থেকে যায়।’

সংস্কার কাজ নিয়ে নানা সময় উঠা অভিযোগের বিষয়টিও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, ‘একথা অস্বীকারের উপায় নেই যে, দেশের সড়ক নির্মাণ এবং সংস্কার কাজের গুণগতমান নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। এ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে মান উন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে।’

তবে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা বদলে যাচ্ছে বলেও দাবি করেন কাদের। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে।’

আজ একনেক সভায় দেশের পাঁচটি বিভাগে ১০১টি জেলা সড়ক চওড়া এবং মজবুত করার প্রকল্প অনুমোদিত হয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। এর আগে তিনটি বিভাগের জেলা সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়।

এসব প্রকল্প অনুমোদন হওয়ায় সড়কের মান আরও ভালো হবে বলে আশাবাদী কাদের। তিনি লেখেন, ‘জেলার সড়ক উন্নয়নে এতদিন আমাদের কিছুটা ঘাটতি ছিল। এখন আর ঘাটতি রইল না।’

নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তনেরও তাগাদা দেন মন্ত্রী। বলেন, ‘পৃথিবীর অনেক দেশে আরো অপ্রশস্ত রাস্তায় যথাযথভাবে মেইনটেইন করেই পরিবহন ব্যবস্থাপনা চলছে। সড়ক মহাসড়কে নির্বিঘ্নে চলাচলে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করি। প্রয়োজন ট্রাফিক আইন মেনে চলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!