ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ‘আল্লাহ মেহেরবান’ ইউটিউব থেকে সরিয়ে নেয়ার দাবিতে লিগ্যাল নোটিশ

‘আল্লাহ মেহেরবান’ ইউটিউব থেকে সরিয়ে নেয়ার দাবিতে লিগ্যাল নোটিশ

Faria-320170528135211

নিউজ ডেক্স : যৌথ প্রযোজনার ‘বস ২’ ছবিতে জিৎ ও নুসরাত ফারিয়ার অংশগ্রহণে গাওয়া আইটেম সং ‘আল্লাহ মেহেরবান’ ইউটিউব থেকে সরিয়ে নেয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

আগামী তিনদিনের মধ্যে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাশারের পক্ষে সাতজনকে এ লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী অ্যাডভোকেট হোজ্জাতুল ইসলাম।

লিগ্যাল নোটিশের সাত প্রাপক হলেন, জাজ মাল্টিমিডিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব। যাডভোকেট হোজ্জাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গানটিতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে।

২০১৩ সালে জিতের সুপারহিট ছবি ‘বস’ এর সিকুয়ালে নির্মিত হয়েছে ‘বস-২’। এই ছবিকে যৌথ প্রযোজনার ছবি বলা হলেও ‘বস-২’ ছবির পরিচালক একজনই, তিনি বাবা যাদব। নেই তারকা, টেকনিশিয়ান ও শুটিং স্পটের ভারসাম্যও।

এত সমালোচনা, অনিয়ম ও প্রতারণার পরও এই ছবি কেমন করে বাংলাদেশের সেন্সর বোর্ডে মুক্তির ছাড়পত্র পাবে, সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!