ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | শৃঙ্খলা সৈনিকদের মূল পরিচিতি, সাতকানিয়ায় বিজিটিসিএ্যান্ডসির সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

শৃঙ্খলা সৈনিকদের মূল পরিচিতি, সাতকানিয়ায় বিজিটিসিএ্যান্ডসির সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমেরিকাসহ বিভিন্ন দেশে নতুনভাবে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন। নিজে সুরক্ষিত থাকবেন। পরিবার পরিজনকেও সুরক্ষিত রাখবেন। বন্ধু বান্ধবদেরকেও সুরক্ষিত থাকতে বলবেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমরা প্রস্তুত।”

তিনি আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এ্যান্ড কলেজের (বিজিটিসিএ্যান্ডসি) ৯৫তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্স(ভিটিসি)-এর মাধ্যমে অভিবাদন ও সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “করোনার টিকা বা ভ্যাকসিন অনুমোদন পাওয়ার সাথে সাথে আমরা দেশে নিয়ে আসব। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে।”

প্রধানমন্ত্রী আরো বলেন, “জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন করে বিজিবি এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। স্মার্ট বর্ডার ম্যানেজম্যান্টের অংশ হিসেবে সীমান্তে নতুন নতুন বিওপি, বিএসপি নির্মাণসহ অত্যাধুনিক সার্ভেইলেন্স ইকুইপম্যান্ট স্থাপন, এটিভি, এপিসি, ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজনের পাশাপাশি বাহিনীর সাংগঠনিক কাঠামোতে ১৫ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে যা তিন ধাপে বাস্তবায়ন করা হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, “শৃঙ্খলা হচ্ছে সৈনিকদের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছ পা হয় না সেই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভয়, যোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি।” পেশাগত দায়িত্ব পালনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সৈনিকদের বিজিবি’র মূলনীতির প্রতি গুরুত্বারোপের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী নবীন সৈনিকদের উদ্দেশে আরো বলেন, “মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা হলো বিজিবি’র মূলনীতি। মূলনীতির প্রতি অবিচল থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সু-রক্ষিত রেখে সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে পুরুষদের পাশাপাশি নারী সৈনিকদের নির্ভয়ে সীমান্তে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কর্তব্যপরায়ণতার কারণে বিজিবি ইতিমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তাই দেশ ও জাতির প্রয়োজনে বিজিবিকে অবদান রাখতে হবে।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সাথে তিনি স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বিজিবি’র ৮১৭ জন অকুতোভয় বীর বিশেষ করে শহীদ ৩ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীরউত্তম, ৩২ জন বীরবিক্রম ও ৭৭ জন বীর প্রতীক খেতাবে ভূষিতদের স্মরণ করেন।

এছাড়াও কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সে যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনও বক্তব্য রাখেন।

এদিকে, আজ শনিবার সকালে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে নবীন সৈনিকদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বিজিবি প্রধান প্রধানমন্ত্রীর পক্ষে সর্ববিষয়ে সেরা নবীন সৈনিক মো. খোকন মোল্লা ও ফায়ারিংয়ে সেরা নারী সৈনিক হাসিনা আক্তার বিথিকে ক্রেস্ট প্রদান করেন।

৯৫তম রিক্রুট ব্যাচে ৫৯০ জন পুরুষ ও ২০১ জন নারী রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। এছাড়া বিজিটিসিএ্যান্ডসি’র ৬টি প্রশিক্ষণ ভেন্যুতে ৯৫তম এ রিক্রুট ব্যাচের ১ হাজার ৭৩৩ জন রিক্রুটসহ ২ হাজার ৫২৪ জন রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. আবু রেজা নদভী, জাফর আলম, বান্দরবান বোমাং সার্কেলের চীফ উ চ প্রু চৌধুরী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ সামরিক-বেসামরিক প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক আজাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!