Home | দেশ-বিদেশের সংবাদ | শাক-সবজির দাম এখন হাতের নাগালে

শাক-সবজির দাম এখন হাতের নাগালে

b-bg2017111712120320171201103848

নিউজ ডেক্স : শাক-সবজির দাম এখন হাতের নাগালেই। বাজারে সবজির মধ্যে বাধাঁকপি ও ফুলকপির যোগান বেশি। এই দুটিসহ অন্যান্য সব সজির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি কমেছে ২০ টাকা হারে। শীতের এই পুরো সময়ে সবজির সরবরাহ ঠিক থাকলে বাকি সময়টাও দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা বিক্রেতাদের।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে চকবাজার কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায় প্রতি কেজি বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে যথাক্রমে ৩০ ও ৩৫ টাকা। গত সপ্তাহে এই দুটি সবজির দাম ছিল ৫০ ও ৬০ টাকার মধ্যে।

কাঁচাবাজারে অন্যান্য সবজির মধ্যে বেগুন কেজিপ্রতি ৩৫ টাকা, মুলা ৩০, মিষ্টি কুমড়া ৩০, দেশি আলু ৪০, ললিত আলু ১৬, তিত করলা ৪০, বরবটি ৫০, লাউ ৩০, চিচিঙ্গা ৫০, কচুর ছড়া ৪০, শসা ৪০, কাকরোল ৭০, ঢেঁড়শ ৫০ ও দেশি শিম ৮০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।

রিয়াজ উদ্দিন বাজারের সবজি বিক্রেতা আবুল কাশেম বলেন, ‘এই বছরে সবজির দাম মনে হয় এটাই সর্বনিম্ন। সকল সবজির দামই সস্তা।’

শফি হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘সবজির মৌসুম শুরু হওয়ার আগে বাজারে শাক-সবজির দাম চড়া থাকলেও এখন তা নেই। হাতের নাগালেই আছে।’

বাজার থেকে ফুলকপি কিনছিলেন কাজির দেউড়ির বাসিন্দা মো.ফারুক। পেশায় সরকারি এই চাকরিজীবী জানালেন, কিছুদিন আগেও এই ফুলকপি কিনেছেন ৬০ টাকায়। এখন এই দামে তিনি প্রায় দুই কেজি পাচ্ছেন। তিনি বলেন, ‘সব সবজির দামই ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।’

চকবাজার কাঁচাবাজারে আনোয়ারা থেকে সকালে তরতাজা চিংড়ি নিয়ে এসেছেন বিক্রেতা রফিক উদ্দিন। বড় বড় এইসব চিংড়ি পাঁচটিতে এক কেজি। দাম হাকিঁয়েছেন তিনি ১১০০ টাকা।

তিনি জানালেন, ‘খালের চিংড়ি, সকালে জাল দিয়ে তুলে এনেছি। চারটিতে এক কেজি হওয়া প্রায় পাঁচ কেজি চিংড়ি আনা মাত্রই বিক্রি করে দিয়েছি। ওইগুলো দাম ছিল ১২০০ টাকা। বাকি আরও ৭ কেজি আছে। এগুলো পাঁচটিতে এক কেজি। দাম ১১০০ টাকা।’

বড় মিয়া মসজিদের বাসিন্দা মোরশেদুল আলম এইসব চিংড়ি মাছ দরদাম করছিলেন। তিনি বলেন, ‘একেবারে তরতাজা চিংড়ি মাছ। সহজে খালের এইসব চিংড়ি মাছ পাওয়া যায় না। ১০০০ টাকা হলে দুই কেজি কিনতাম। এখন এক কেজি নিয়ে যাচ্ছি।’

মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতিকেজি রুই মাছ ৪০০ টাকা, সরপুঁটি ৩৫০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা।

এছাড়া মাংসের বাজারে দেশি গরুর মাংস কেজিতে ৬৫০ ও ছাগলের মাংস ৭২০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির কেজি ১২০ ও দেশি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!