ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় হরতালের কোন প্রভাব পড়েনি

লোহাগাড়ায় হরতালের কোন প্রভাব পড়েনি

আজ বেলা ১২টায় বটতলী মোটর ষ্টেশন থেকে ছবিটি তোলা

আজ বেলা ১২টায় বটতলী মোটর ষ্টেশন থেকে ছবিটি তোলা

এলনিউজ২৪ডটকম : জামায়াতের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আট নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে সারা দেশে দলটির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল চলছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে হরতাল চলছে।

তবে এ হরতালে লোহাগাড়ায় কোন প্রভাব পড়েনি। সকাল থেকে দূর পাল্লার বাস ও অভ্যন্তরীন সড়কে গাড়ি চলাচল করতে দেখা গেছে। সরকারী- বেসরকারী অফিস যথারীতি খোলা আছে এবং স্বাভাবিক কার্যক্রমও চলছে।

হরতালের পক্ষে-বিপক্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মিটিং-মিছিল করতে দেয়া যায়নি লোহাগাড়া। লোহাগাড়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!