ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় মহাসড়কত সিএনজি অটোরিক্সা চলের, দূর্ঘটনা বাড়ের

লোহাগাড়ায় মহাসড়কত সিএনজি অটোরিক্সা চলের, দূর্ঘটনা বাড়ের

২৯ মে মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ

২৯ মে মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ

এলনিউজ২৪ডটকম : নিষেধাজ্ঞা অমান্য করে লোহাগাড়ার মহাসড়কে চলছে সিএনজি অটোরিক্সা। ফলে মহাসড়কে দিন দিন দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গতো এক সপ্তাহের মধ্যে মহাসড়কের লোহাগাড়া সীমানায় ৩টি দূর্ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ৭ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

৪ জুন দুপুরে বটতলী মোটর ষ্টেশন থেকে তোলা

৪ জুন দুপুরে বটতলী মোটর ষ্টেশন থেকে তোলা

গত ২৯ মে মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে সৈকত ইসলাম (১৯) নামে একজন ঘটনাস্থলে নিহত ও একজন আহত হয়। ৩০ মে মহাসড়কের লোহাগাড়া জমিদার পাড়ার একটি ফিলিং ষ্টেশনে সামনে ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ফরিদুল আলম (১৬) নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ওই ঘটনায় আহত সিএনজি অটোরিক্সা চালক আবু তাহের (৪৫) এখনো আশংকাজনক অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, ৩ জুন মহাসড়কের আধুনগর ব্রীজ সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় একজন গুরতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

৩০ মে মহাসড়কের লোহাগাড়া জমিদার পাড়ার একটি ফিলিং ষ্টেশনে সামনে ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষ

৩০ মে মহাসড়কের লোহাগাড়া জমিদার পাড়ার একটি ফিলিং ষ্টেশনে সামনে ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষ

নাম প্রকাশ শর্তে এক সিএনজি অটোচালক বলেন, প্রশাসনকে ম্যানেজ করে মাসিক টোকেনে মহাসড়কে এসব সিএনজি অটোরিক্সা চলছে। তবে এসব টোকেন কে বা কারা দেয় তা বলতে রাজি হননি তিনি।

এ ব্যাপারে লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মুজিবুল হক বলেন, আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করে মহাসড়ক থেকে সিএনজি অটোরিক্সা আটক করছি। তিনি আরো বলেন, রমজানে মানবিক দিক বিবেচনা করে অভিযান শীথিল করা হয়েছে। পরে অভিযান জোরদার করা হবে।

মহাসড়কের বেপরোয়া সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ ও টোকেন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!