Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বেশি দামে চাল বিক্রি করায় ৩ দোকানীকে জরিমানা

লোহাগাড়ায় বেশি দামে চাল বিক্রি করায় ৩ দোকানীকে জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বেশি দামে চাল বিক্রি করায় ও চালের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৩ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার আধুনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

জানা যায়, চাল বিক্রেতা যথাক্রমে বোরহান উদ্দিনকে ৫ হাজার টাকা, সোলতান আহমদকে ৫ হাজার টাকা ও আমিন উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, বেশি দামে চাল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আধুনগর বাজারে ৩ দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মোনাফার লোভে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!