ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

লোহাগাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

202

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ যাবত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ডায়রিয়া রোগী চিকিৎসাসেবা নিয়েছেন বলে সাংবাদিকদের জানান হাসপাতালের ডিউটি অফিসার ডাঃ রাকিবুল হাসান। তিনি জানান, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। আজ ৭ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ৭ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে। অনেকেই বর্হিবিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে আসা রোগীদের আমরা সাধ্যমত চিকিৎসা ও পারামর্শ দিচ্ছেন বলে জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ডায়রিয়া পানিবাহিত রোগ। বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এ সময় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। মূলত দূষিত পানি পান ও খাবার খাওয়ার ফলে পানিবাহিত এ রোগটি হচ্ছে। জীবিকার সন্ধানে ব্যবসায়ী, দিনমজুর ও রিকশাচালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ বাইরে বের হচ্ছেন। অত্যধিক গরমের কারণে মানুষ প্রচুর পরিমাণে ঘামছে। গরমে স্বস্তি পেতে রাস্তার ধারে বরফমিশ্রিত বিভিন্ন ধরনের শরবত ও ফলমূল (আখ, লেবু, বেল, আনারস, আম ইত্যাদি) খাচ্ছেন। দূষিত পানির শরবত ও খোলা পরিবেশে ধুলাবালি মিশ্রিত ফলমূল খেয়ে ডায়রিয়া হচ্ছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান। গরমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত থাকতে বেশি বেশি পানি পান করার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এছাড়াও উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকেও ডায়ারিয়া রোগীর সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!