ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ার সন্তান মুমিনুল জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্বাচিত

লোহাগাড়ার সন্তান মুমিনুল জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্বাচিত

এলনিউজ২৪ডটকম : ১২’শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২০-২০২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বরিশালের সহকারী জজ আতিক জামান এবং সেক্রেটারি পদে লোহাগাড়ার সন্তান ও মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন জয় লাভ করেছেন।

রবিবার (১৭ জানুয়ারি) ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারী সিফাত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, এমএন হারুন এবং মতিউর রহমান রিপন। এর আগে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১২’শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০০ সদস্য গোপন কোডের মাধ্যমে ভার্চুয়ালিভাবে তাদের ভোটাধিকার প্রদান করেন।

ফলাফলে জানানো হয়, ১২’শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বরিশালের সহকারী জজ আতিক জামান, সহ- সভাপতি পদে গাইবান্ধার সহকারী জজ মো. ওবায়দুল হক রুমি, সেক্রেটারি পদে মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন, যুগ্ন -সাধারন সম্পাদক পদে বগুড়ার সহকারী জজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে পিরোজপুরের সহকারী জজ আজহার নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. হাসিবুজ্জামান এবং তথ্য প্রযূক্তি, প্রচার ও গনসংযোগ বিষয়ক সম্পাদক পদে সুদীপ্ত তালুকদার নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) মাধ্যমে সহকারী জজ নিয়োগ দেওয়া হয়। সে অনুসারে অ্যাসোসিয়েশনের ১২ তম ব্যাচের অধীনে ‘১২শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন’ ২০২০-২০২১ সেশনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। মূলত অ্যাসোসিয়েশনে মোট ১৩ টি পদ থাকলেও ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবশিষ্ট ৬টি পদে সাংগঠনিক নিয়ম অনুসারে কমিটির সদস্য সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!