Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ার সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

লোহাগাড়ার সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

এলনিউজ২৪ডটকম : করোনা ভাইরাস প্রতিরোধে লোহাগাড়ার সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) রাতে লোহাগাড়া ইউএনও’র ফেসবুক আইডিতে এ জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

লোহাগাড়ায় পর্যটন কেন্দ্র গুলো যথাক্রমে চুনতি অভয়ারণ্য, চাম্বি খালের রাবার ড্যাম, টংকাবতী খালের রাবার ড্যাম ও নাসিম পার্ক।

জানা যায়, বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে করোনা সতর্কতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সরকার। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনার বিকল্প নেই।

এরই মধ্যে উপজেলা প্রশাসন সব ধরণের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, ওয়াজ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোচিং সেন্টার ইত্যাদি বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেনছে। যদি কেউ নিষেধ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!