ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রূপনগর বস্তিতে ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়েছে : এমপি ইলিয়াস মোল্লা

রূপনগর বস্তিতে ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়েছে : এমপি ইলিয়াস মোল্লা

নিউজ ডেক্স : রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে প্রায় ১০ হাজার ঘরে ৪০ হাজার কক্ষ ছিল। অধিকাংশ ঘরই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ইলিয়াস মোল্লা।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে লাগা আগুন প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের দেখতে এসে এ মন্তব্য করেন ইলিয়াস মোল্লা।

তিনি জানান, বস্তিতে একেক নেতার ২০টা, ৪০টা করে ঘর রয়েছে। বস্তির এসব নেতাদের তালিকা করা হবে।

বস্তিতে থাকা অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগের বিষয়ে ইলিয়াস মোল্লা বলেন, ‘এখন এসব কথা বলছে তারা কারা? তারা এতোদিন কেন বলেনি? তাদের ধরা হবে।’

‘ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করা হবে। এজন্য যতগুলো আশ্রয় কেন্দ্র দরকার, তা স্থাপন করা হবে।’

দুপুরের খাবার থেকে যত বেলা খাবার দরকার হবে সব সরবরাহ করা হবে বলেও জানান এই সংসদ সদস্য।

তার দাবি, ‘বস্তিবাসীর জন্য যত ধরনের সহযোগিতা দরকার করব। সরকারি প্রশাসনের বাইরে প্রত্যেক নেতাকর্মী বস্তিবাসীর পাশে থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!