ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বৃহত্তর চট্টগ্রামে আজ টেম্পু ও কাল পরিবহণ ধর্মঘট

বৃহত্তর চট্টগ্রামে আজ টেম্পু ও কাল পরিবহণ ধর্মঘট

Screenshot_6-6

নিউজ ডেক্স :  অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর শ্রমিক লীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ও জেলায় আজ বুধবার অটো টেম্পু ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহণ চট্টগ্রাম আঞ্চলিক শাখা। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার রাতে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীতাকু- অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কর্তৃক পরিচালিত লাইন দখল বেদখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোডস্থ হাক্কানী পেট্রল পাম্পের সামনে শ্রমিক লীগ নামধারী সন্ত্রাসীদের গুলিতে সীতাকু- অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হাসান গুলিবিদ্ধ ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান ছুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছেন।

তাঁরা দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা রাতে বলেন, শ্রমিক লীগ নামধারী ভুঁইফোড় কিছু নেতা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গত তিনদিন ধরে উপুর্যপরি সীতাকু- অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কর্তৃক পরিচালিত লাইন দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে। এই দখলবাজ চক্রটি বিগত কিছুদিন থেকে কাপ্তাই রাস্তার মাথা, কর্ণফুলী ব্রীজ, ষোলশহর ২নং গেইট, রাহাত্তারপুল সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির উদ্দেশে সড়ক পরিবহন শ্রমিক সংগঠন দখল করার জন্য সশস্ত্র ভাবে আক্রমণ চালাচ্ছে। বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা বাধ্য হয়ে এ ধর্মঘট ডেকেছি।

এদিকে ঘটনার প্রতিবাদে সংগঠনের এক জরুরি সভা মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বিআরটিসি মার্কেটস্থ সংগঠন কার্যালয়ে ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফোডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহামদ, হাজী আবদুস ছবুর, শফিকুর রহমান, বোরহানুল হক, হারুনুর রশিদ, মো: ইউসুুফ, নুরুল হক, মো: হারুন, মো: শফি, নজরুল ইসলাম, মো: জাফর, নুর হোসেন, জাহেদ হোসেন, জানে আলম, নুরুল ইসলাম, মো: ইয়াসিন, মো: রফিক, নুর মোহাম্মদ, মো: ফরিদ, নাসির উদ্দিন, মো: বাবু, ওমর ফারুক, আবদুর রহিম প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় অবিলম্বে সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে পরিবহন শ্রমিক সংগঠন দখলবাজদের গ্রেফতারের দাবিতে ২৭ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরী ও জেলায় সকল রুটে অটো টেম্পু চলাচল বন্ধ এবং ২৮ ডিসেম্বর বৃহত্তর চট্টগ্রামের সকল রুটে বাস, মিনিবাস, কোচ, অটো টেম্পু, অটো রিকশা সহ সকল যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালনের আহবান জানানো হয়।

তবে শুক্র, শনি ও ১ জানুয়ারি নববর্ষ উপলক্ষে তিনদিন চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ থাকার কারণে সকল পণ্যবাহী গাড়িকে ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। -শীর্ষ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!