ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিপ্লব বড়ুয়া নয়, করোনায় আক্রান্ত তার গাড়িচালক

বিপ্লব বড়ুয়া নয়, করোনায় আক্রান্ত তার গাড়িচালক

নিউজ ডেক্স : আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে তার গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি নই আমার গাড়িচালক করোনায় আক্রান্ত। আমি সুস্থ আছি।’

এর আগে, শুক্রবার বিকাল থেকে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করে। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি উল্লেখ করা হয়।

তথ্যমন্ত্রীর বরাতে প্রতিবেদনগুলোতে বলা হয়, ‘কয়েক দিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।’

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ‘এমনি কোনো উপসর্গ নেই কিন্তু ওর (বিপ্লব বড়ুয়া) করোনা পজিটিভ ছিল। সেটা সাত/আটদিন আগের কথা। ওর ছোট মেয়েটা ছাড়া বাসার সবারই করোনা হয়েছিল। স্ত্রীর উপসর্গ ছিল। তবে সেটা নরমাল।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের পরও নিয়মিত কার্যালয়ে আসতেন বিপ্লব বড়ুয়া। দলের বিভিন্ন দাফতরিক কর্মকাণ্ড তিনি পরিচালনা করতেন। সম্প্রতি তার ব্যক্তিগত গাড়িচালকের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে, দেশে এ পর্যন্ত ১৭ জন এমপি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তদের মধ্যে তিন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, দু’জন সাবেক মন্ত্রী রয়েছেন। এদের মধ্যে আবার একজন সাবেক চিফ হুইপও রয়েছেন।

এর মধ্যে মারা গেছেন- সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আক্রান্ত অন্য মন্ত্রীরা হলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। যদিও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বীর বাহাদুর উশৈসিং করোনা থেকে মুক্ত হয়েছেন। এছাড়া জাতীয় সংসদের ১০৫ কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!