ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিধি-নিষেধ বাড়ল আরও এক মাস

বিধি-নিষেধ বাড়ল আরও এক মাস

নিউজ ডেক্স : করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊধর্বগতির মধ্যে সারা দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে যদিও স্বাস্থ্যবিধি মেনে সব অফিস খোলা রাখতে বলা হয়েছে।

আগের বিধি-নিষেধের মেয়াদ শেষ হওয়ার দিন আজ বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এর সময়সীমা এক মাস বাড়ানো হয়। বিডিনিউজ

এতে বলা হয়েছে, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় শর্ত যোগ করে মেয়াদ আজ ১৬ জুন মধ্যরাত থেকে আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানানো হয়েছে।

মহামারী বিস্তারের ঊর্ধ্বগতি রোধে গত ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক’ লকডাউন নামে পরিচিতি পায়।

সেই বিধিনিষেধে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখতে বলা হয়েছিল। এখন অফিসের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও অন্য সব শর্ত প্রায় আগের মতোই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!