ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেক্স : করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ চারটি দেশের ফ্লাইট স্থগিত করেছে আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি।

বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশ হলো- পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। বুধবার (১২ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।  বাংলানিউজ

আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) সোমবার (১০ মে) আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানায়। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী ট্রানজিট ফ্লাইটগুলিও স্থগিত করা হয়েছে। তবে কার্গো ফ্লাইটগুলি চালু থাকবে বলে উল্লেখ করা হয়।  

যারা আমিরাতে আসতে পারবেন সেসব যাত্রীদের ৭২ ঘণ্টার পরিবর্তে ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ সনদ দেখাতে হবে। সংযুক্ত আরব আমিরাত আসার পরে তাদের অবশ্যই একটি পিসিআর পরীক্ষা করতে হবে। এছাড়াও প্রবেশের চার ও আটদিন পর পিসিআর পরীক্ষার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। অন্যদিকে ভারত-সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারো বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!