ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের হাতে

নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের হাতে

Nusrat-20190416133309

নিউজ ডেক্স : দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা যাওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্তের প্রতিবেদন আজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সোহেল মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ শনিবার বিকালে নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানা সুত্র জানিয়েছে, আজ নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন পেয়েছি। আগামীকাল তা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়ে দেওয়া হবে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সংকটজনক অবস্থায় ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে নুসরাত মারা যান। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। পরদিন তাঁর ময়নাতদন্ত করা হয়।

এর আগে নুসরাতকে শ্লীলতাহানির অভিযোগে গত ২৭ মার্চ সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে মামলা হয়। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় নুসরাতকে প্রশাসনিক ভবনের (সাইক্লোন শেল্টার) ছাদে কৌশলে ডেকে নিয়ে তাঁর শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। আর ৮ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়াও মামলার ৭ আসামি বর্তমানে রিমান্ডে রয়েছে।

গ্রেপ্তাকৃতরা হলো সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ্দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, সাইফুর রহমান জোবায়ের, নুর উদ্দিন, শাহাদাত হোসেন, মো. শামীম, কামরুন নাহার মনি, উন্মে সুলতানা মনি, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ইফতেখার উদ্দিন রানা ও এমরান হোসেন মামুন এবং মহিউদ্দিন শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!