ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | ড. নদভী এমপির বধান্যতায় সর্বোচ্চ সুবিধাভোগী হচ্ছে লোহাগাড়া-সাতকানিয়াবাসী

ড. নদভী এমপির বধান্যতায় সর্বোচ্চ সুবিধাভোগী হচ্ছে লোহাগাড়া-সাতকানিয়াবাসী

18216531_1363391593754473_6340977080447160547_o(1)

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেন, বিগত ১৮ বৎসর ধরে দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন দেশের আনাচে-কানাচে মসজিদ, একাডেমিক ভবন, আবাসন পল্লী, গভীর-অগভীর নলকূপ স্থাপন, ইফতারী সামগ্রী বিতরণ, কোরবানী প্রোগ্রাম বাস্তবায়ন, চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তিসহ হাজার হাজার কোটি টাকার বহুমুখী উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করেছে। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের এ বিশাল উন্নয়ন কার্যক্রমের সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে সাতকানিয়া লোহাগাড়ার বিশাল দরিদ্র জনগোষ্ঠী। তিনি বলেন, সাতকানিয়ার চরতি, মাদার্শায় ইতিমধ্যে গৃহহীন পরিবারের জন্য আরও ২টি পল্লী স্থাপন করা হয়েছে। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ব্যাপক সরকারি উন্নয়নের সাথে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সমন্বিত উন্নয়ন কার্যক্রমের ফলে দীর্ঘ বন্ধ্যাত্বতা কাটিয়ে সাতকানিয়া লোহাগাড়ায় উন্নয়নের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে।

তিনি গত ২৯ এপ্রিল ২০১৭ইং লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া চাকফিরানীতে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত কুয়েত আদর্শ পল্লীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধন শেষে স্থানীয় গৃহহীন ২৫টি পরিবারের জন্য নির্মিত কুয়েত আদর্শ পল্লীর সুবিধাভোগীদের মাঝে গৃহের চাবী, নগদ ৬ হাজার টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েত থেকে আগত সম্মানিত অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান পিপিএম (বার), বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.ডি জুনায়েদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা লিটু দাস বাবলু, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রুনা বড়–য়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ ফারুক, যুবলীগ নেতা বাদশা খালেদ, মুহাম্মদ সুমন প্রমুখ। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন। কুয়েত আদর্শ পল্লী উদ্বোধনের পর সংলগ্ন সরকারি গুচ্ছগ্রামে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!