ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি’র ২টি কবিতা

ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি’র ২টি কবিতা

609

মধ্যপ্রহর

পথ বলে দিক পথের ঠিকানা
অস্তিত্বের প্রগাঢ় অনুভব হোক দীপ্তিময়
ক্লান্ত হতে চাইনা বিরামহীন সাঁতার থেকে
উত্তুঙ্গ ঢেউয়ের অনেক স্তরই ঘূর্ণায়মান ফেনা বোঝে
সৃষ্টির শব্দ শুনে শুনে পরিবর্তনের শব্দটুকু ভালোবাসি
চিৎ সাঁতার ডুব সাঁতারে ষ্ফীত সমুদ্রজলে স্বার্থক উদ্ভাস
মধ্যপ্রহরের কমলা-আগুন তাপ পুড়িয়ে দেয় সীমারেখা
অন্তর্গত স্রোতোধারায় সত্যের শক্তি ঘুরপাক খেয়ে চলে
আত্মাকে রমণের আনন্দে প্রাণে জাগে আত্মোপলব্ধি
প্রেমাবেশের সন্তরণে গোপন পরমাত্মায় ঈশ্বরকে খুঁজি
রুচিস্নিগ্ধ উদাস পায়ে শিথিল অথচ অনর্গল হেঁটে চলি
জীবনবোধের গভীরে কাল্পনিক পরিণতিটুকু নিয়ে!

কতদিন

কতদিন কথা হয়নি বলো,
কতদিন কথা হয়ে ওঠেনা
কথা না বলে বলে কেটে যেতে বসেছে
ঝিঁঝি ডাকা কত অনন্ত রাত।।
কতদিন পাওয়া হয়নি বলো
কতদিন পাওয়া হয়ে ওঠেনি
না পেতে পেতে প্রশমিত হতে চলেছে
হৃদয়ের শব্দহীন জলপ্রপাত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!