ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | ডলুখালে মিললো বিরল প্রজাতির মাছ

ডলুখালে মিললো বিরল প্রজাতির মাছ

30712503_2008159716113212_8155459299519234048_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত ডুলখালে মাছ ধরতে গিয়ে এক বিরল প্রজাতির মাছ পেয়েছে আবদুল কুদ্দুছ নামে এক ব্যক্তি। মাছটির নাম কেউ নিশ্চিত করতে না পারলেও এটি বাঘাইড় প্রজাতির মাছ বলে জানা গেছে। আজ ১৩ এপ্রিল শুক্রবার সকালে চুনতি ইউনিয়নের চান্দা গ্রাম ও পুটিবিলা ইউনিয়নের সীমানায় ডলুখালে মাছটি ধরা পড়ে।

আবদুল কুদ্দুছ জানায়, সকালে মাছ ধরতে জাল নিয়ে বের হয় সে। পরে খালের মধ্যে জাল ফেললে তার জালে বিরল প্রজাতির একটি মাছ আটকা পড়ে। সে মাছটি বাড়িতে নিয়ে গেলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।

স্থানীয়রা জানায়, মাছটির শরীর ডোরাকাটা, পিঠে বড় কাটা, লেজ লম্বা, আয়তন ২২ সেন্টিমিটার ও ওজন প্রায় ২০০ গ্রাম হবে।

এক সূত্র জানায়, ধারণা করা হচ্ছে মাছটি (Sucker mouth catfish) প্রজাতির যার বৈজ্ঞানিক নাম Animalia। এই প্রজাতির মাছ গুলো সাধারণত মাটির নিছে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!