Home | ব্রেকিং নিউজ | চুনতিতে গ্যাস সিলিন্ডারের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

চুনতিতে গ্যাস সিলিন্ডারের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

51983587_188024428824306_6737655565356367872_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজার ও মুন্সেফ বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

জানা যায়, চুনতি ডেপুটি বাজারে সাইফুল ইসলামের মালিকানাধীন দোকানে ৩ হাজার টাকা ও মুন্সেফ বাজারে মোহাম্মদ মানিকের মালিকানাধীন দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদবিহীন ও লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়। এছাড়াও আধুনগর বাজরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, দোকান মালিকরা সিলিন্ডারের মেয়াদ কোথায় লেখা থাকে সেটাও জানেন না। মেয়াদ কোথায় থাকে এবং কিভাবে হিসাব করতে হয় তা দোকানদারদের বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়াও দোকান মালিকদেরকে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটরী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী শুক্রবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নের বড়ুয়া পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তারই প্রেক্ষিতে গ্যাস সিলিন্ডার দোকানে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!