Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে করোনায় ২ জন, উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় ২ জন, উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

নিউজ ডেক্স : করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে এসব রোগী মারা যান। 

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সকাল ১১টায় এবং অন্যজন সন্ধ্যা ছয়টায় মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল এসএম হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত চমেক হাসপাতলের করোনা অবজারভেশন ইউনিটে ( হলুদ জোন) ১০২ জন রোগী ভর্তি রয়েছেন। করোনা উপসর্গ নিয়ে এ ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আইসোলেশন ইউনিটে (রেড জোন) ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ ইউনিটে করোনা পজেটিভ আরও দুইজনের মৃত্যু হয়। সব মিলে এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯১১ জন এবং মৃত্যুবরণ করেছে ১৩৬ জন। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!