Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে ১৬ আসনে কোন প্রার্থী কত ভোট পেলেন (বিস্তারিত)

চট্টগ্রামে ১৬ আসনে কোন প্রার্থী কত ভোট পেলেন (বিস্তারিত)

Election-Commission-Building-696x447

চট্টগ্রাম-১ মীরসরাই : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (নৌকা) : ২,৬৬,৬৫৬ (বিজয়ী), নুরুল আমিন (ধানের শীষ ) : ৩৯৯১, মাওলানা সামছুদ্দিন ( হাতপাখা ) : ১৪১৮, মো. আব্দুল মান্নান (চেয়ার ) : ২৮৮৩, নুর উদ্দিন আহমদ (উদীয়মান সূর্য ) : ৩২৭, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত-পাঞ্জা) : ২২৮ ভোট। সংগ্রহকৃত ভোট ২ লক্ষ ৭৫ হাজার ৫০। ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৪ হাজার ৯৮৫ জন।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি : সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (নৌকা) : ২,৩৮,৪৩০ ভোট। (বিজয়ী), কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার (ধানের শীষ) : ৪৯,৭৫৩ ভোট, সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী (মোমবাতি) : ১০,১৭৪ ভোট, মাওলানা আতিক উল্লাহ (হাতপাখা) ১,৩৫৪ ভোট, মীর ফেরদৌস আলম (চেয়ার) ১,১০৫, জহুরুল ইসলাম রেজা (লাঙল) ৩৪০ ভোট, এটিএম পেয়ারুল ইসলাম (আপেল) ২৮১ ভোট (নৌকার সমর্থনে আগে প্রত্যাহার করেছেন)।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ : মাহফুজুর রহমান মিতা (নৌকা) : ১,৬২,৩৫৬ (বিজয়ী), মোস্তফা কামাল পাশা (ধানের শীষ) : ৩১২২, মুনসুরুল হক জিহাদী (হাতপাখা) : ২০৭৬, মুকতাদের আজাদ খান (আম) : ১৪৭৬, সেলিম উদ্দিন হায়দার (গামছা) : ২২৫।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, পাহাড়তলী-আকবর শাহ, কাট্টলী : দিদারুল আলম (নৌকা) : ২,৬৯,৮৮৯ ভোট (বিজয়ী), মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ) : ২৯,৪০৭ ভোট, মোহাম্মদ আশরাফ হোসাইন (মোমবাতি) : ২৬৭২, দিদারুল কবির (লাঙল) : ৮০২ ভোট (নৌকার সমর্থনে আগে প্রত্যাহার করেছেন), মোহাম্মদ মোজাম্মেল হোসেন (চেয়ার) : ৩৭২৯ ভোট, সামসুল আলম (হাতপাখা) : ৭২০ ভোট।

চট্টগ্রাম-৫ হাটহাজারী : ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙল) : ২,৭৭,৯০৯ ভোট (বিজয়ী), মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাাহিম (ধানের শীষ) : ৪৪,৩৮১ ভোট, নাছির হায়দার করিম (সিংহ) ৫৩৭ ভোট, মো. নঈমুল ইসলাম (মোমবাতি) : ৮৭৪১ ভোট, মোহাম্মদ রফিক (হাতপাখা) ১৪১৯, শিহাবুদ্দিন (দেয়ালঘড়ি) : ১০৯, ছৈয়দ হাফেজ আহমদ (চেয়ার) : ১৭৪৫, মঈন উদ্দিন রুহী (মিনার) : ৩৭৫ ভোট, মীর ইদরীস (বটগাছ) : ১২৭, মো. নাসির উদ্দিন :৭৯ ভোট।

চট্টগ্রাম-৬ রাউজান : এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা) : ২,৩০,৪৭১ ভোট (বিজয়ী) ভোট, মোহাম্মদ জসিম উদ্দিন শিকদার (ধানের শীষ) : ২,২৪৪ ভোট, মোহাম্মদ আবদুল আলী (হাতপাখা) : ১৪০৯ ভোট।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া : ড. হাছান মাহমুদ (নৌকা) : ২,১৭,১৫৬ ভোট (বিজয়ী), মোহাম্মদ নুরুল আলম (ধানের শীষ) : ৬,০৬১, মাওলানা সৈয়দ আবু নাওশাদ নঈমী (মোমবাতি) : ২,০০৫ ভোট, মোহাম্মদ জিয়াউর রহমান (আম) : ৬৭৬ ভোট, মাওলানা মোহাম্মদ নেয়ামত উল্ল্লাহ (হাতপাখা) : ৫৮৯ ভোট, মাহাবুবুর রহমান (তারা) পেয়েছেন ৪১ ভোট।

চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আংশিক : মঈনউদ্দীন খান বাদল (নৌকা) : ২,৭২,৮৩৮ ভোট (বিজয়ী), আবু সুফিয়ান (ধানের শীষ) ৫৯,১৩৫, সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি) : ৫,৭৭০, এস এম ইকবাল হোসেন (টেলিভিশন) : ২৭২, বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর) : ৪১৪ ভোট, মো. ফরিদ খান (হাতপাখা) : ১,০০১, মোহাম্মদ এমদাদুল হক (সিংহ) : ৬৯৩, হাসান মাহমুদ চৌধুরী (আপেল) : ২৬৬, মো. সেহাব উদ্দিন (কাস্তে) : ৭৮৬ ভোট।

চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া : ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা) : ২,২৩,৬১৪ ভোট (বিজয়ী), ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ) : ১৭,৬৪২, আবু আজম (মোমবাতি) : ১,০৬৪ ভোট, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) : ৮১০, মৃণাল চৌধুরী (কাস্তে) : ৫৮০, মোরশেদ সিদ্দিকী (বাইসাইকেল) : ১৬৬, মোহাম্মদ শেখ আমজাদ হোসেন (হাতপাখা) : ৭৪২, মৌলভী রসিদুল হক বিএসসি (বটগাছ) : ২৫৬ ভোট।

চট্টগ্রাম-১০ ডবলমুরিং : ডা. আফছারুল আমীন (নৌকা) : ২,৮,৭৪৭ ভোট (বিজয়ী), আবদুল্লাহ আল নোমান (ধানের শীষ) : ৪১,৩৯০ ভোট, কাজী ইউসুফ আলী চৌধুরী (আম) : ৩২১ ভোট, জিএমএম আতিউল্লাহ ওয়াসীম (টেলিভিশন) ৩৩১ ভোট, মোহাম্মদ হাসান মারুফ (কোদাল) : ০ ভোট, জান্নাতুল ইসলাম (হাতপাখা) : ২, ৯৭৪, মোহাম্মদ মহিন উদ্দিন (মই) : ১৯৯, সাবিনা খাতুন (সিংহ) : ৪৫৩, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী (আম) : ৩২১ ভোট।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা : এম এ লতিফ (নৌকা) : ২,৮৩,১৬৯ ভোট (বিজয়ী), আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ) : ৫২,৮৯৮ ভোট, অপু দাশগুপ্ত (কোদাল) : ৩১২, আবুল বাশার মুহাম্মদ জয়নাল আবেদীন (চেয়ার) : ২,৫৮৭, এম এ মতিন (মোমবাতি) : ১,২৩৭, মোহাম্মদ লোকমান সওদাগর (হাতপাখা) : ৩,৩৮২, মৌলভী রশিদুল বিএসসি (বটগাছ) : ১১৩ ভোট।

চট্টগ্রাম-১২ পটিয়া : সামশুল হক চৌধুরী (নৌকা) : ১,৮৩১৭৯ ভোট (বিজয়ী), এনামুল হক এনাম (ধানের শীষ) : ৪৪,৫৯৮ ভোট, এম এ মতিন (মোমবাতি) : ৭,২২৬ ভোট, দীপক কুমার পালিত (টেলিভিশন) : ৭৭ ভোট, দেলাওয়ার হোসেন সাকী (হাতপাখা) : ৪২২, নুরুচ্ছফা সরকার (লাঙল) : ২২০, মঈন উদ্দীন চৌধুরী (চেয়ার) : ৪২১, সাইফুদ্দীন মোহাম্মদ ইউনুচ (মই) : ১৯৫ ভোট।

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী : সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা) : ২,৩৭,৫৬২ ভোট (বিজয়ী), সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ) : ৫,৮৫৩, এম এ মতিন (মোমবাতি) : ৩,৭৯৪, জাহাঙ্গীর আলম চৌধুরী (চেয়ার) : ২,১১০, এরফানুল হক চৌধুরী (হাতপাখা) : ৬৪৩, নারায়ন রক্ষিত (টেলিভিশন) : ৫৬১ ভোট, মৌলভী আবদুর রশিদ (বটগাছ) : ৯৮, উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য) : ৮৪ ভোট।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ : নজরুল ইসলাম চৌধুরী (নৌকা) : ১,৮৯,৪১২ ভোট (বিজয়ী), কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম : ২১,৯৪৭, শিহাব উদ্দীন মো. আ. সাদাদ (ইসলামী ফ্রন্ট) : ২০,৭০৯, এজেএম ওয়ালীউল্লাহ (জাতীয় পার্টি) : ১৯৭, জানে আলম নিজামী (ইসলামিক ফ্রন্ট) : ১০৩, দেলওয়ার হোসেন সাকি (ইসলামী আন্দোলন) : ২১১, আবদুল নবী (সিপিবি) : ৯৪, মো. আলী ফারুক (তরিকত ফেডারেশন) : ৬২, আলী নেওয়াজ খান (ন্যাপ) : ৪৬।

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া : অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (নৌকা) : ২,৫৯,৩৭৫ ভোট (বিজয়ী), আ ন ম শামসুল ইসলাম (ধানের শীষ) : ৫৩,৯৮৬, আবদুল মোমেন (গণফোরাম) : ২৯০, নুরুল আমল (হাতপাখা) : ৬২৩, ফজলুল হক (আম) : ৪৫৪ ভোট।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী : মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা) : ১,৭৫,৩৪১ ভোট (বিজয়ী), জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ) : ২৬,৩৭০, মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙল) : ১৮,৬২৯, মাওলানা জহিরুল ইসলাম (আপেল) : ১৭,১৭০, হাফেজ ফরিদ আহমদ আনসারী (হাতপাখা) : ১,৫১৩, মহিউল আলম চৌধুরী (চেয়ার) : ৪৯৫, মুনিরুল ইসলাম আশরাফী (মোমবাতি) : ১০৫৩, বজল আহমদ (বেঞ্চ) : ৫৬, আশীষ কুমার শীল (কুঁড়েঘর) : ২৬২ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!