ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে যাত্রা করলেন নভোচারী

কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে যাত্রা করলেন নভোচারী

image-225529-1569593450

আন্তর্জাতিক ডেক্স : প্রথমবারের মতো ধর্মগ্রন্থ পবিত্র আল-কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে নভোচারী পাঠাল সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের ওই মহাকাশ নভোচারীর নাম হাজ্জা আল-মানসুরি (৩৪)। তার সঙ্গে রয়েছেন আরও দুই নভোচারী। তারা হলেন- আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার। এ তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী বুধবার আমিরাতের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাকিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’-এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন ওই নভোচারী।

প্রতিবেদনে বলা হয়, মহাকাশ সফরে ১০ কেজি পণ্য বহন করতে পারবেন নভোচারী হাজা।এর অংশ হিসেবে তিনি সঙ্গে নিয়েছেন একখণ্ড অনুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহইয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ।

আগামী ৩ অক্টোবর সকালে কাজাকিস্তানের হাজ্জায় মহাকাশ স্টেশনে ফিরে আসার কথা রয়েছে ওই নভোচারীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!