ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজার রুটে দুর্ঘটনা, ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার রুটে দুর্ঘটনা, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেক্স: কক্সবাজার রুটে প্রকল্পের একটি পাথরবাহী কোচের সঙ্গে পাইলটিং ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী লোকোমাস্টার জহিরুল আলম আহত হয়েছেন।

এ ঘটনায় এখনো এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রামু-ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে কক্সবাজার থেকে পর্যটন এক্সপ্রেস নির্ধারিত সময় রাত ৮টায় ছাড়তে পারেনি। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ পাওয়া খবরে যাত্রীসহ স্টেশনে অপেক্ষা করছে বলে জানা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, রামু-ইসলামাবাদ এলাকায় দুর্ঘটনার কারণে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি এখনো বলা যাচ্ছে না।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ম্যাক্স কনস্ট্রাকশনের পাথরবাহী কোচটির এক জোড়া চাকা লাইন থেকে সরে যায়। এখনো কক্সবাজার রেলপথ বন্ধ। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!