Home | শীর্ষ সংবাদ | এমন কেনো হয় না ?

এমন কেনো হয় না ?

________ফিরোজা সামাদ ________

এমন যদি এমন হতো অামার দেশের
চিত্রখানি সত্যি বদলে যেতো,
বিনা যুদ্ধে অাবার দেশটি হতো একাত্তরে
বিজয়ী স্বাধীন দেশের মতো !!

বেক্সিমকো স্কয়ার ইউনিলিভার এসিঅাইসহ
সকল ঔষধ প্রতিষ্ঠান অাছে যতো
সেনিটাইজার সাবান গ্লাভস ক্লিনিং প্রডাক্ট
দেশজুড়ে বিনামূল্যে দিয়ে যেতো !!

নামি-দামি প্রাণ ইফাদ পার্টেক্স যমুনা
কোহিনুর অলিম্পিক কোম্পানি যতো,
অসহায় গরীবের বিনামূল্যে খাদ্য দিতো
নাহয় জাকাতের টাকাতেই হতো !!

দেশের নামি-দামি গার্মেন্টস ভরিয়ে দিতো
বিনামূল্যে পিপিই ও মাস্কে ,
মিলিয়ন মিলিয়ন অর্থ করেছে তো অর্জন
গরীবের রক্ত চুষে চুষে !!

নির্বাচন এলে কতোশতো নেতা দেখায়
অর্থের লোভ ভোটের অাশায়,
কাপুরুষের মতো মাঠে নামছো না কেনো
অাজ তোমরা পালিয়েছো কোথায় ?

জবাব তোমাদের দিতেই হবে একদিন
জনতার প্রতিনিধির কাছে জেনো,
তাঁর দুর্দিনে ঘোর অমানিশায় গুটিয়েছো
হাত পা এই কথাটি হৃদয়ে মানো !!

কিন্তু ; সবাই বসে অাছে তাদের সম্পদ
বুকের মাঝে অাকড়ে ধরে ,
দেখছেনা চেয়ে কেমন করে বাঁচবে সে
সব মানুষ যাচ্ছে যে মরে !!

হে মানুষরূপী রাক্ষস দানব ভেবে দেখো
করোনাভাইরাস তোমাদের ছাড়বেনা,
অর্থ বিত্ত রইবে এই পাড়েতে পড়ে
কভু সাথে নিতে পারবে না !!

সময় অাছে অনেক সময় তোমার
রুদ্ধ বিবেকের দ্বার খোলো
মানুষ হয়ে দাঁড়াও মানুষের পাশে
নির্মমতার পর্দা খানি তোলো !!

মানবতা অাজ হাতছানিতে ডাকছে
অায়রে তোরা ফিরে অায়,
বাঁচার জন্য কাঁদছে মানুষে মানুষে
অাজ ওরা কতো অসহায় !!

বিধাতা অাজ তোদের নিচ্ছেন পরীক্ষা
কতো পারিস নিষ্ঠুর হতে,
যদি না ফিরিস মানুষের কল্যাণে তবে
তৈরি থাকিস ধ্বংস হতে !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!