ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | উন্নয়নের আকাশে পোড়া লাশের গন্ধ

উন্নয়নের আকাশে পোড়া লাশের গন্ধ

27

_____জেসমিন সুলতানা চৌধুরী_____

হে আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ!
যেদিকে তাকাই শুধুই দেখি উন্নয়নের জোয়ার!
হে বাংলাদেশ,
তোমার আছে স‍্যাটেলাইট,
আছে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র,
আছে নিজের তৈরি পদ্মা সেতু,
আছে সাবমেরিন,
হতে যাচ্ছে বিশাল অর্থায়নে মেট্রোরেল,
আছে হাজার কোটি টাকার রাশিয়ান অস্ত্র,
আছে জাতীয় পতাকার গিনেস রেকর্ড,
আছে হাতিরঝিলের মত সুন্দর নগরায়ন,
শুধু হয়না আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের উন্নয়ন!!!
পুড়ছে নগর, পুড়ছে মানুষের স্বপ্ন,
ধ্বংস স্তুপ থেকে বাতাসে ছড়াচ্ছে পোড়া লাশের গন্ধ।
হে বাংলাদেশ!
পোড়া লাশের স্তূপের জন্য থাক তুমি অপেক্ষায় ,
প্রতিমাসে শ’ দুয়েক মরলে মানুষ কিইবা আসে যায় ।
দেখলাম ,উন্নয়নের দেশে হেলিকপ্টার পানি তুলে আগুনের কাছে যাওয়ার আগে বিশাল বালতি পানি শূন্য হয়ে যায়,
এসব হাস‍্যকর কাজ করে ও তুমি শোনাও নিত‍্য উন্নয়নের গল্প।
তোমার দেশে আকাশ থেকে লস অ্যাঞ্জেলেস দেখা যায়,
যায় না দেখা শুধু আগুন লাগা ভবনে ছটফট করা মানুষের হাহাকার আর আর্তনাদ।
হে বাংলাদেশ !
রাস্তায় নৌকা নামে তোমার বুকে এক ঘন্টা বৃষ্টি হলে ,
আর ফায়ার সার্ভিস পানি পায়না কোথাও আগুন লাগলে।
বিদেশে কয়েকটা হেলিকপ্টার যায়
একটা বিপদ গ্রস্থ মানুষকে তুলে আনতে ,
তোমার উন্নয়নের দেশে একটা হেলিকপ্টার ও থাকে না
কয়েকশ’ বিপদ গ্রস্থ মানুষকে তুলে আনতে।
তাই বাইশ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তাজা প্রাণ,
মৃত্যুকে করে আলিঙ্গন,
তবু তুমি লজ্জা হীন গলায় গেয়ে যাও উন্নয়নের গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!