Home | দেশ-বিদেশের সংবাদ | আগামীকাল শেখ হাসিনার কারামুক্তি দিবস

আগামীকাল শেখ হাসিনার কারামুক্তি দিবস

hasina-0120170610222005

নিউজ ডেক্স : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আগামীকাল, রোববার। তিনি ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন।

দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনা গ্রেফতার হন। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তির জোরালো দাবির মুখে আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও দেশবাসীর ক্রমাগত আন্দোলন এবং আপসহীন মনোভাবের কারণে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হন।

কারামুক্তি দিবস উপলক্ষে রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য ব্যক্তিবর্গ জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!