ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

620
এলনিউজ২৪ডটকম : মহাসড়কে ডাকাতি-ছিনতাই রোধ, সামনে পর্যটন মৌসুমে পর্যটক ও সর্বসাধারণ নির্ভয়ে এবং অবাধে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

৩১ অক্টোবর সকালে শুরুতে মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত রাস্তার দু’পাশে ঝোপ-জঙ্গল পরিস্কার করে তারা।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তাঁর থানার আওতাধীন স্পর্শকাতর এলাকার (মুজাফফরাবাদ থেকে চুনতি পর্যন্ত) ঝোপ-জঙ্গল পর্যাক্রমে পরিস্কার করা হবে। এ কার্যক্রমে হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কের স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।

আজকের কার্যক্রমে অংশগ্রহণ করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্য ও কেওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহাম্মদ ও ইউপি সদস্য আবদুস শুক্কুর প্রমুখ।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগকে মহাসড়কে যাতায়াতকারী যাত্রী, গাড়ি চালক ও স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!