Home | শিক্ষাঙ্গন | আগামীকাল প্রাথমিক সমাপনীর বৃত্তির ফল প্রকাশ

আগামীকাল প্রাথমিক সমাপনীর বৃত্তির ফল প্রকাশ

d81e6c625bd8e599c5cf913fd9a07625-585bac11b0a13

নিউজ ডেক্স : প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) বৃত্তির ফল ৩ এপ্রিল (মঙ্গলবার) প্রকাশ করা হবে। মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফল প্রকাশ করবেন।

এরপর প্রাথমিক শিক্ষা অধিদফরের ওয়েবসাইট www.dpe.gov.bd তে ফলাফল দেখা যাবে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এই তথ্য জানানো হয়েছে।

ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য পৃথক পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা বা ওয়ার্ডভিত্তিক এই বৃত্তি দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!