Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ে উজ্জ্বল কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ে উজ্জ্বল কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা

২০ তম সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে দলগত ও একক উভয় বিভাগে স্বর্ণপদক জয় করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা।

আন্তর্জাতিক অঙ্গনে জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় বাংলাদেশের এটাই প্রথম দলগত স্বর্ণপদক। এ প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র গ্রুপের ৭ জনকে নিয়ে গঠিত হয় বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল। তাদের মধ্যে ৫ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী। এ আসরে তিনটি স্বর্ণপদকই অর্জন করে তারা।

২৮ মে থেকে ২ জুন ২০২৫ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় ২০ তম সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ১৫টি টিম অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমদিন ৩টি, দ্বিতীয় দিন ৪টি এবং শেষদিন ৬টি পদক জয় করে। মোট ১৩টি পদকের ১০টি অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় জুনিয়র দলগত বিভাগে প্রেনথৈ ম্রো (একাদশ শ্রেণি), উটিংওয়াং মার্মা (দশম শ্রেণি) ও মেনটন টনি ম্রো (একাদশ শ্রেণি) দলীয়ভাবে স্বর্ণপদক জয় করে। পোমেল হর্স ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করে মেনটন টনি ম্রো। প্রতিযোগিতার শেষদিন ভল্টিং টেবিল ইভেন্টে উটিংওয়াং মার্মা অর্জন করে আরেকটি স্বর্ণপদক।

জিমন্যাস্ট প্রেনথৈ ম্রো তিন দিনে জয় করে মোট ৫টি পদক—একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল-অ্যারাউন্ড বিভাগে সে অর্জন করে একটি ব্রোঞ্জ পদক। এ বিভাগে বাংলাদেশের প্রথম পদক এটি। এ-ছাড়াও রৌপ্যপদক অর্জন করে বাংলাদেশ সিনিয়র জিমন্যাস্টিকস দল। ৪ জনের এ টিমে ২ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী—রাজীব চাকমা ও উহাই মং মার্মা। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!