নিউজ ডেক্স: সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় মোঃ তামিম হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাটের উত্তরে উবাইদিয়া সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তামিম উত্তর ঢেমশা কানুরমার বাড়ির কোরবান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম একটি বাইসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে কেরানিহাটের দিকে যাচ্ছিল। বাইসাইকেলটি উবাইদিয়া সড়কের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী পাথর বোঝাই একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তামিম সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
घটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে চালক আলমগীর হোসেনসহ ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাকটি উদ্ধার এবং চালক আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।