ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | সমাপনী দিবসে চুনতী সীরতুন্নবী (স.) মাহফিল ময়দানে মানুষের ঢল

সমাপনী দিবসে চুনতী সীরতুন্নবী (স.) মাহফিল ময়দানে মানুষের ঢল

116

এলনিউজ২৪ডটকম : আজ ২৯ ডিসেম্বর সমাপনী দিবসে চুনতীতে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলে মানুষের ঢল নেমেছে। এ মাহফিলকে কেন্দ্র করে চুনতীতে মুসলিম সমাজের মিলনমেলায় পরিণত হয়। সকাল ৯টায় মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয়। রাত ৯টায় এ রিপোট লেখাকালীন মাহফিলে আলোচনা করছিলেন আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন।

সমাপনী দিবসের সন্ধ্যা থেকে সীরত ময়দানে মানুষের সমাগম বাড়তে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনসহ মাহফিল কমিটির স্বেচ্ছাসবকরা নিয়োজিত ছিলেন। সিসি ক্যামেরার মাধ্যমে মাহফিলের কার্যক্রম তদারকী ও সমবেতদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন ঢাকার মাওলানা জাকারিয়া আল হোসাইনী, অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা খন্দকার মাহবুবুল হক, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বরাকাতি ও মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ।

সালাতুল ফজরের পূর্বে আখেরী মুনাজাতের মাধ্যমে ১৯ দিন ব্যাপী ৪৬তম চুনতী সীরতুন্নবী (স.) মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!