এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টায় পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক উর রহমান, মেডিকেল অফিসার ডা. পৃথ্বিরাজ কর, সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন ও হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষপ্রকাশ করেন।