লোহাগাড়া সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচনে এম. এম. আহমদ মনির সভাপতি, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক সাধারণ সম্পাদক ও এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলা সদরে সিটি হাসপাতাল লিমিটেডের এক সভাকক্ষে দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে অন্যরা হলেন মোহাম্মদ মারুফ সহ-সভাপতি, সাত্তার সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক, এম.এ.এইচ রাব্বী অর্থ সম্পাদক, আবদুল ওয়াহাব দপ্তর সম্পাদক, জমির উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, কার্যকরী সদস্য যথাক্রমে অধ্যক্ষ আবদুল খালেক, এম. সাইফুল্লাহ চৌধুরী, মোজাহিদ হোসাইন সাগর, মুবিনুল হক।
নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ছরওয়ার আলম কোম্পানী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ। নির্বাচন চলাকালে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রেস বিজ্ঞপ্তি