এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মৃত আবুল ফয়েজের পুত্র জাহিদ আলম (৩৮), কক্সবাজারের টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার আবদুল মোনাফের পুত্র মো. কাশেম (৩২) ও একই থানার নাইট্যাং পাড়ার মৃত মাহমুদুর রহমানের পুত্র মো. ছলিম উল্লাহ (৪৪)।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসে পৃথক অভিযান চালিয়ে জাহিদ আলমের কাছে ২ হাজার পিস, কাশেমের কাছে ৫ হাজার পিস ও ছলিম উল্লাহর কাছে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। রোববার (২৪ জুলাই) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।