ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা

লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় দোকান খোলা রাখায় ও মাস্ক না পরায় ১৫ মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু।

তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক না পরায় ১৫টি মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়া ও মাস্ক পরার আহবান জানান। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ইলিয়াছ রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!