এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের প্রতিকার চেয়ে ৪ মে, ২১ বৈশাখ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এম. হোছাইন মেহেদী।
অভিযোগে তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের একটি অন্যতম বাণিজ্যিক উপ-শহর লোহাগাড়া বটতলী মোটর স্টেশন। আমাদের প্রিয় এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সকলের একান্ত দায়িত্ব ও কর্তব্য। কিন্তু দুঃখের বিষয়, লোহাগাড়া সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে চলছে। লোহাগাড়া উপজেলা পরিষদ সংলগ্ন ফয়েজ-শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাতন থানার গেইটের আশপাশ, মোস্তাফিজুর রহমান কলেজের সামনে, পদুয়া বাজারের পূর্ব পাশে ময়লার স্তুপের দূগর্ন্ধের কারণে সাধারণ পথচারীসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পথচলা কষ্টকর হয়ে পড়েছে। এ ব্যাপারে বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় হাজারো মানুষের লেখালেখি সত্ত্বেও কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেণ গ্রহণ করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।