এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার পদুয়া তেওয়ারীহাট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
একইদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই পার্থ সারথী হাওলাদার।
গ্রেফতার যুবক মোঃ ইলিয়াছ (৩৬) কক্সবাজারের টেকনাফ উপজেলার মন্ডল পাড়ার মৃত নুর আহমদের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া রেঞ্জের উপ-পরিদর্শক মনজুরুল হকের নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম শহরমুখী একটি বাসে তল্লাশী চালিয়ে ১২শ পিচ ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করে।
আগামীকাল ৪ ডিসেম্বর বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে প্রকাশ।