এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “বিজয় দিবস সম্মাননা” প্রদান করেছে উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলা সদরের অলি আহমেদ বীর বিক্রম স্টেডিয়াম মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম তাদেরকে এ সম্মাননা প্রদান করেন।
সম্মাননা ক্রেস্ট প্রাপ্তরা হলেন উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সওদাগর (মরনোত্তর), প্রাক্তন যুগ্ম সচিব মুহাম্মদ হাবিবুর রহমান, প্রাক্তন অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন, মোহাম্মদ ইসমাইল মানিক, যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা বিজ্ঞান ক্লাবের সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা বিআরডির চেয়ারম্যান আরমান বাবু রোমেল, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা রফিক দিদার, সিএ মোছলেহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এস.কে শামসুল আলম, রত্মা চক্রবর্তী, নাজনীন বেগম ও মাষ্টার রুপন কান্তি নাথ।