ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বাস ড্রাইভারের মৃত্যু

লোহাগাড়ায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বাস ড্রাইভারের মৃত্যু

298

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় সৌদিয়া পরিবহণের দু’বাসের মুখোমুখি সংঘর্ষে আহত এক বাস ড্রাইভার মৃত্যুবরণ করেছেন। আজ ২ জুন শনিবার বিকেল ৫টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। নিহত বাস ড্রাইভার মোঃ আনিছ (৫৫) উপজেলার আমিরাবাদ রাজঘাটা বলির বাড়ির মৃত আহমদ হোসেনের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই মোরশেদ আলম।

তিনি জানান, গত ৩১ মে চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-চ-১১-০১৩৯) ও বিপরীতমুখী সৌদিয়া পরিবহণের অপর একটি যাত্রীবাহী (চট্টমেট্রো-ব-১১-০০৪৯) বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়মুখী বাস ড্রাইভার আহত হয়েছিল। আজ বিকেলে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহণের বাস ড্রাইভার আনিছ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অপরদিকে, একই দূর্ঘটনায় ওভারটেক করার সময় কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহণের বাসের পেছনের অংশে চট্টগ্রাম শহরমুখী কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-ট-২০-৫২৭৮) ধাক্কা দেয়। ফলে সৌদিয়া পরিবহণের পেছনের আসনে বসা যাত্রী প্রিয়া মাথায় মারাত্মক আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!