এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জুলাই দিনগত রাতে দু’আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরমধ্যে সাজাপ্রাপ্ত একজন ও পরোয়ানাভূক্ত একজন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল উপজেলার পুটিবিলা ইউনিয়নের মধ্যম পহরচান্দা এলাকার চুন্নু মিয়ার পুত্র লেয়াকত আলী ও চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার আবদুল খালেকের পুত্র শাহ আলম।
৬ জুলাই শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।