ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউটের ল্যাপটপসহ মালামাল চুরি

লোহাগাড়ায় ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউটের ল্যাপটপসহ মালামাল চুরি

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউটে এক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) দিনগত রাতে উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের ডা. সিরাজ উদ্দিন শপিং সেন্টারের ৪র্থ তলায় এ চুরির ঘটনা ঘটে। ইনষ্টিটিউটের স্বত্বাধিকারী সাংবাদিক কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের প্রভাবে সরকারি নির্দেশনা মেনে ও ইনষ্টিটিউটের পরিচালক জসিম উদ্দিনের মৃত্যুতে দীর্ঘদিন বন্ধ ছিল প্রতিষ্ঠান। মঙ্গলবার দুপুরে ইনষ্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে দেখতে পান মূল ফটকের গ্রীলের তালা ভাঙ্গা দেখতে পান। চোরেরা ৬টি ল্যাপটপ, কম্পিউটারের বিভিন্ন পার্টস ও নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। এছাড়া প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কাগজপত্র এলোমেলো করে ফেলে। তিনি আরো জানান, বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দকে মৌখিকভাবে অবহিত করেছি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই অজয় দেব জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, লকডাউন চলাকালীন উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে ফাহাদ কম্পিউটার সেন্টারেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!