সুদূর আমেরিকা থেকে লোহাগাড়াবাসী ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান, যুবনেতা, সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী কুমার।

তিনি বলেন, দীর্ঘ এক বছর পর ত্যাগের অনুপ্রেরণা ও খুশির বার্তা দিয়ে কোরবানির ঈদ বলে পরিচিত ঈদুল আযহা ফিরে এসেছে। এই ঈদ উৎসব ত্যাগের মহিমাকে স্মরণের মাধ্যমে কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে আসে। অসামন্য ত্যাগের মহিমাপূর্ণ এই ঈদ বিশ্ব মুসলিমের মধ্যে অনাবিল-আনন্দও নিয়ে আসে। পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহপাকের নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ ও তার সন্তুষ্টি অর্জনই ঈদুল আযহার লক্ষ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর অনুগত্য ও তার রাহে রয়েছে সর্বোচ্চ ত্যাগের অনন্যসাধারণ এক ঘটনার স্মরণে শতাব্দীর পর শতাব্দী ধরে উদযাপিত হয়ে আসছে ঈদুুল আযহা।
