Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সিটিজেন পার্কে অস্থায়ী থানার কার্যক্রম শুরু

লোহাগাড়ায় সিটিজেন পার্কে অস্থায়ী থানার কার্যক্রম শুরু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে সিটিজেন পার্ক নামে এক কমিউনিটি সেন্টারে অস্থায়ী থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।

পুলিশ জানায়, অস্থায়ী থানার কার্যক্রম শুরুর পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিষয়ে ১১টি অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। এই পর্যন্ত ৩০ জন পুলিশ সদস্য যোগদান করেছেন।

সিটিজেন পার্কের স্বত্বাধিকারী ইনজামামুল হক যুবরাজ জানান, উপজেলাবাসীর সুবিধার্থে যথাযথ আইনী সহায়তা পেতে কোন বিনিময় ছাড়া পুরো কমিউনিটি সেন্টার অস্থায়ী থানা হিসেবে ব্যবহারের জন্য দেয়া হয়েছে। পুলিশের যতোদিন প্রয়োজন হয় সেটি অস্থায়ী থানা হিসেবে ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, যতোদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত থানা ভবন সংস্কার কাজ শেষ না হবে, ততোদিন পর্যন্ত সিটিজেন পার্কে অস্থায়ী থানার কার্যক্রম চলবে। অস্থায়ী থানা কার্যালয়ে এসে সেবাপ্রার্থীদের সেবা গ্রহণের আহবান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর একদল দুর্বৃত্ত থানা ভবন ভাংচুরের পর আগুন লাগিয়ে দেয়। এতে থানা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর থেকে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!