এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া-সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরুসহ ২৪৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে আরো ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের নুর হোসেন সিকদার পাড়ার আবুল হাসেমের পুত্র মো. ফারুকুল ইসলাম (৩৬) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থানকালীন আসামীরা দেশীয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ আন্দোলনকারীদের তাড়ানোর জন্য অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর ও বিভাষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে। এতে কয়েকজন আন্দোলনকারী গুরতর আহত হন।
এসব নৃশংস মানবতা বিরোধী হত্যকান্ডে ও ধ্বংসশীলায় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ মূলত রাজনৈতিক ছত্রছায়ায় পেশীশক্তির জোরে দেশের সবকিছু লুঠপাট পূর্বক দেশের মানুষ ও সম্পদ ধ্বংস করেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।