
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক লায়লা বিলকিস নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিশ্ব শিক্ষক দিবসে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ও শ্রেণী গুণী সহকারী শিক্ষক যাচাই-বাছাই কমিটি তাদের নির্বাচিত করেছেন।
জানা যায়, মোজাহিদুল ইসলাম উপজেলার পুটিবিলা ইউনিয়নের মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লায়লা বিলকিস উপজেলা সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নির্বাচনের জন্য গঠিত যাচাই-বাছাই কমিটি শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, একাডেমিক নেতৃত্ব, পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা, পেশাগত নৈতিকতা, শিক্ষার্থীদের সৃজনশীলতায় উদ্বুদ্ধকরণ ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে অবদানসহ নানা দিক বিবেচনা করে তাদেরকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম গুণী শিক্ষক বাচাই কমিটির সভাপতি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইবনে মাসুদ সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।
প্রধান শিক্ষক মোজাহিদ্লু ইসলাম জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি ও আমার সহকর্মীরা অনেক পরিশ্রম করেছেন। এ পরিশ্রমের ফসল হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনের কার্যক্রমে আরো বেশি উদ্বুদ্ধ করবে। আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি সকলের আন্তরিক দোআ ও সহযোগিতা কামনা করছি।
লায়লা বিলকিস জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। সহকর্মীদের সঙ্গে একত্রে দীর্ঘদিনের প্রচেষ্টা ও নিবেদিত পরিশ্রমের ফলস্বরূপ এই অর্জন এসেছে। এটি আমাদের আগামী দিনের কাজের প্রতি আরও অনুপ্রাণিত করবে। আশা করি, ভবিষ্যতেও সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা পাশে থাকবে, যাতে শিক্ষার উন্নয়নে নিরলসভাবে অবদান রাখতে পারি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইবনে মাসুদ জানান, বছরব্যাপী শিক্ষকের কর্মদক্ষতা ও সৃজনশীল অবদানের ভিত্তিতে মোজাহিদুল ইসলামকে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ও লায়লা বিলকিসকে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার উদাহরণ অন্যদের জন্য প্রেরণার উৎস হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শিক্ষক সমাজ জাতির গৌরব। মোজাহিদুল ইসলাম ও লায়লা বিলকিসের পরিশ্রম ও নিষ্ঠার জন্য তাদেরকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান ও সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, মোজাহিদুল ইসলাম ২০০০ সালে প্রধান শিক্ষকের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ ২৫বছরের শিক্ষকতা জীবনে বিগত ২০১১ সালে, ২০১৯ সালে এবং ২০২২ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাতিহ হন। তিনি সরকারি হাজি মহসিন কলেজ থেকে স্নাতক অর্জন করেন পরে বিকম.বিএড; সিইনএড সম্পন্ন করেন। তার বাড়ি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ১ নম্বর ওয়ার্ডের ছুটার পাড়ায়।
অপরদিকে, লায়লা বিলকিস ২০০৩ সালে শিক্ষকতা জীবনে যাত্রা শুরু করেন। ২০১৬ সালে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন এবং এর স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় ফিলিপাইন সফরের সুযোগ লাভ করেন। পরবর্তীতে ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা এবং সর্বশেষ ২০২৫ সালে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে তিনি শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
Lohagaranews24 Your Trusted News Partner