Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লোহাগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা সদরের মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার ৫৭টি স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মোট ২ হাজার ১৪৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৯২০ জন ও ছাত্রী ১ হাজার ২২৩ জন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন শহিদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। সাথে ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব মুহাম্মদ হাসান, শহিদ ওয়াসিমের পিতা শফিউল আলম, চাচা রশিদ আহমেদ, মাহমুদুল করিম, ভগ্নিপতি গিয়াস উদ্দিন শিকদার, পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক ও শহিদ ইশমামের মা শাহেদা বেগম।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম ও লোহাগাড়ার ইশমামের স্মৃতি রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রথম বারের মতো এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে এই ফাউন্ডেশন বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবে।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে শহিদ ওয়াসিম ও ইশমামের পরিবারকে অভ্যর্থনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!