এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক লাখ ৩ হাজার ৫শ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। সোমবার (১৩ নভেম্বর) তিনি বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন।
জানা যায়, আজ রবিবার (১২ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজারের পাশে দুই স্থান থেকে ৩৩ হাজার ৫শ ঘনফুট ও চুনতি ইউনিয়নের পানত্রিশা উত্তর পাড়ায় তিনস্থান থেকে ৭০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।