এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে যাত্রীসেজে ইয়াবা পাচারকালে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের চকরিয়া থানার কুটাখালী পেয়াজ্জার কাড়া এলাকার মো. নুরুর পুত্র মো. নুর ইসলাম (৩২) ও ভোলা সদর থানার পরসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জুগিরকুল এলাকার মৃত মো. দুলালের পুত্র মো. রুবেল (২০)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো তারা পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।