ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ডা. ডেজির তত্ত্বাবধানে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

লোহাগাড়ায় ডা. ডেজির তত্ত্বাবধানে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নরমাল ডেলিভারিতে লাকি আক্তার (২৪) নামে এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে তিনি এই সন্তানদের প্রসব করেন। তিন নবজাতকই ছেলে।

লাকি আক্তার পার্বত্য লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের নাজিম উদ্দিনের স্ত্রী। ওই দম্পতি প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একইদিন প্রসব বেদনা নিয়ে দিনমজুর স্বামী ও তার স্বজনরা প্রসূতি লাকি আক্তারকে হাসপাতালে ভর্তি করেন। রাতে হাসপাতালের গাইনী ও স্ত্রী রোগের চিকিৎসক ডা. তাহমিনা সোলতানা ডেজির তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে পর পর তিনটি ছেলে সন্তান জন্ম দেন তিনি।

প্রসূতির স্বামী নাজিম উদ্দিন জানান, আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। একসঙ্গে নরমালে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে।

চিকিৎসক তাহমিনা সোলতানা ডেজি জানান, নরমাল ডেলিভারি হলেও মা এবং তিন শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে। পর্যবেক্ষণ শেষে নবজাতকদের নিয়ে তারা নিজ বাড়িতে চলে গেছেন। তবে একসাথে তিন সন্তান হওয়ায় বাচ্চারা মায়ের বুকের দুধ কম পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!